ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, মে ২৩, ২০১৭
বরিশালে বিড়ি শ্রমিকদের মানববন্ধন বরিশালে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

বরিশাল: পক্ষপাত ও বৈষম্যমূলক শুল্কনীতি বাতিল, বিড়ি শিল্প নিয়ে অর্থমন্ত্রীর উক্তির প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে বরিশালে মানববন্ধন করেছেন বিড়ি শ্রমিকরা।

মঙ্গলবার (২৩ মে) সকাল সাড়ে ১০টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন-সমাবেশের আয়োজন করে বিড়ি শ্রমিক ফেডারেশন।

সমাবেশে বিড়ি শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক লোকমান হাকিম বলেন, ‌ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা আমরাও মানি।

তবে বিড়ির প্রতি যে হারে কর বর্ধিত করা হয় বা কথা বলা হয়, সিগারেটের প্রতি তা করা হয় না। ১৫ থেকে ১৬ লাখ শ্রমিক বিড়ি তৈরির কাজে নিয়োজিত।

কারিকর বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি প্রণব চন্দ্র দেবনাথের সভাপতিত্বে কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন- সংগঠনের নেতা ফারুক সিকদার, মোক্তার হোসেন প্রমুখ।

মানববন্ধন-সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।

বাংলা‌দেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ২৩, ২০১৭
এমএস/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।