ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাথরঘাটায় জলদস্যু জিরো বাহিনীর প্রধান আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৮ ঘণ্টা, মে ২৩, ২০১৭
পাথরঘাটায় জলদস্যু জিরো বাহিনীর প্রধান আটক

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলায় তালিকাভুক্ত জলদস্যু জিরো বাহিনীর প্রধান মো. বাদল পহলানকে (২৩) আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৩ মে) সকালে উপজেলার পাথরঘাটা ইউনিয়নের পদ্মা গ্রাম থেকে তাকে আটক করা হয়। বাদল পহলান একই গ্রামের শাহ আলম পহলানের ছেলে।

তিনি  সুন্দরবনের জলদস্যু জিরো বাহিনীর প্রধান।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক বাংলানিউজকে জানান, বাদল আগে জলদস্যু জামাল বাহিনীর হয়ে কাজ করতেন। কয়েক বছর আগে জামাল বাহিনীর প্রধান জামালসহ বেশ কয়েকজন দস্যু র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। এরপর নিজেই জিরো বাহিনী গড়ে তোলেন তিনি। বাদল আত্মগোপন করে চট্টগ্রামের কলসীদিঘির পার তাজমহল বিল্ডিং নামে এক বাড়িতে থাকতেন। সোমবার চট্টগ্রাম থেকে চাঁদপুর হয়ে বাড়ি আসেন তিনি। খবর পেয়ে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।  

এ ঘটনায় বাদলের মামলা করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।