ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পানছড়িতে ফার্স্ট এইড প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, মে ২৩, ২০১৭
পানছড়িতে ফার্স্ট এইড প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ পানছড়িতে ফার্স্ট এইড প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ

খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলার প্রত্যন্ত ও দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ফার্স্ট এইড প্রশিক্ষণপ্রাপ্ত ৪০ তরুণ-তরুণীকে সনদ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) সকালে পানছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোন কমান্ডার লে. কর্নেল জিএম সোহাগ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবুল হাশেম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সনজীব ত্রিপুরা, জোন উপ-অধিনায়ক মেজর শুভ ইসলাম, সাব জোন কমান্ডার মেজর রফিকুল ইসলাম, স্টাফ অফিসার ক্যাপ্টেন সাইফ জোবায়েদ প্রমুখ।

পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ প্রশিক্ষণে ২৯টি রোগের প্রাথমিক চিকিৎসাসেবার উপর প্রশিক্ষণ দেওয়া হয়। এলাকার এসএসসি ও এইচএসসি পাস শিক্ষার্থীরা দু’মাসব্যাপী এ প্রশিক্ষণ নেন।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মে ২৩, ২০১৭
জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।