ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দক্ষিণ ঢাকায় হবে গরুর স্থায়ী হাট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, মে ২৩, ২০১৭
দক্ষিণ ঢাকায় হবে গরুর স্থায়ী হাট সভায় মেয়র সাঈদ খোকন। ছবি: দীপু মালাকার-বাংলানিউজ

ঢাকা:  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অধীনে স্থায়ী গরুর হাট করা হবে বলে ব্যবসায়ীদের কথা দিয়েছেন মেয়র সাঈদ খোকন।

মঙ্গলবার (২৩ মে) ডিএসসিসির ব্যাংক ফ্লোর সভাকক্ষে আসন্ন রমজান উপলক্ষে মাংস ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় সভায় ব্যবসায়ীরা তিনটি স্থানের নাম প্রস্তাব করলে মেয়র তাদের আশ্বস্ত করেন।

মেয়র বলেন, আপনাদের প্রস্তাব অনুযায়ী মাতুয়াইল, যাত্রাবাড়ী অথবা কামরাঙ্গীরচরে গরুর হাট করা হবে।

এ ঘোষণার পরপরই মাংস ব্যবসায়ীরা করতালির মাধ্যমে মেয়রকে স্বাগত জানান।

এ সময় মেয়র বলেন, আমরা সব ব্যবসায়ীদের সঙ্গে বসছি যেন কোনো ব্যবসায়ী বাজারে কৃত্রিম সংকট তৈরি করে জনগণকে ভোগান্তিতে না ফেলতে পারেন। এমনটি যদি কেউ করেন তাহলে সেখানে ডিএসসিসি হস্তক্ষেপ করবে।

প্রতি বছরের মতো রমজানের পবিত্রতা রক্ষায় নাগরিকরা যেন সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে রোজা পালন করতে পারেন সেজন্য ডিএসসিসি মাংসের দাম নির্ধারণ করে থাকে বলেও উল্লেখ করেন মেয়র।

** মাংসে ভেজাল থেকে বিরত থাকার আহ্বান

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, মে ২৩,২০১৭
এএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।