ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাবি’র মন্নুজান হল থেকে এইচএসসির ১শ খাতা উদ্ধার, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, মে ২২, ২০১৭
রাবি’র মন্নুজান হল থেকে এইচএসসির ১শ খাতা উদ্ধার, আটক ২ ছবি: সংগৃহীত

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হলের এক নম্বর ডরমেটরির বারান্দা থেকে ব্যাগভর্তি অবস্থায় এইচএসসি পরীক্ষার ১শ খাতা উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২২ মে) বিকেল সাড়ে ৬টার দিকে খাতাগুলো উদ্ধার করা হয়।

এই ঘটনায় রাজশাহী নিউ গভর্মেন্ট ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহকারী শিক্ষক ড. আবুল কালাম ও শাহমখদুম কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মাসুদুল হাসানকে আটক করা হয়েছে।

জানা গেছে, খাতাগুলো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের দ্বিতীয় পত্রের। এ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত ০২ মে। এর বিষয় কোড ছিলো ২৬৮ এবং পরীক্ষক কোড ৯৫০৪।  

রাবির প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ জানিয়েছেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের ওই খাতাগুলো রাজশাহী নিউ গভর্মেন্ট ডিগ্রি কলেজের শিক্ষক আবুল কালামকে মূল্যায়ন করতে দেওয়া হয়েছিল।

রাজশাহী বোর্ডের পরীক্ষা নিয়স্ত্রক তরুণ কুমার সরকার বলেন, খাতাগুলো হলে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। কিন্তু কীভাবে খাতাগুলো হলে গেলো বিষয়টি আমরা খতিয়ে দেখছি।  

উদ্ধার করা খাতাগুলো শিক্ষা বোর্ডে নিয়ে যাওয়া হয়েছে এ ঘটনায় ওই দুই শিক্ষককে আটক করা হয়েছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ০২৫৮ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এমএফআই/এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।