ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দিনাজপুরে কৃষক ও ক্ষেত মজুর সমিতির মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, মে ২২, ২০১৭
দিনাজপুরে কৃষক ও ক্ষেত মজুর সমিতির মানববন্ধন দিনাজপুরে কৃষক ও ক্ষেত মজুর সমিতির মানববন্ধন

দিনাজপুর: ধানসহ সকল ফসলের লাভজনক দাম, ইউনিয়ন পর্যায়ে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয়, গ্রামীণ বরাদ্দ ও প্রকল্পে লুটপাট বন্ধ, পল্লী বিদ্যুতের দুর্নীতি-অনিয়ম-হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষক সমিতি ও ক্ষেত মজুর সমিতি।

সোমবার (২২ মে) দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধনটি দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে আয়োজিত হয়।

জেলা কৃষক সমিতির সভাপতি বদিউজ্জামান বাদলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি মো. আলতাফ হোসাইন, ক্ষেতজুমুর নেতা হাফিজার রহমান, যোগেশ চন্দ্র রায়, কৃষকনেতা আবুল কালাম আজাদ, যুবনেতা খন্দকার আশরাফুজ্জামান, ছাত্রনেতা অমৃত রায় ও জামিরুল ইসলাম প্রম‍ুখ।

বক্তারা বলেন, কয়েক বছর পর কৃষকরা ধানের লাভজনক দাম পাচ্ছে। এই লাভজনক দাম স্থায়ী করার জন্য ইউনিয়ন পর্যায়ে শক্তিশালী ক্রয়কেন্দ্র গড়ে তুলতে হবে। পল্লী বিদ্যুৎ ও ভূমি অফিসের দ‍ুর্নীতি-অনিয়ম ও হয়রানি বন্ধ করার জন্য সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, মে ২২, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।