ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিস্ফোরক মামলা

কুষ্টিয়ায় ছাত্রদলের ৬ নেতাকর্মী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, মে ২২, ২০১৭
কুষ্টিয়ায় ছাত্রদলের ৬ নেতাকর্মী কারাগারে

কুষ্টিয়া: কুষ্টিয়ায় বিস্ফোরক মামলায় জামিন নামঞ্জুর করে ছাত্রদলের ছয় নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২২ মে) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এফএম মেজবাউল হক এ আদেশ দেন।

ছয় নেতাকর্মী হলেন- কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ফুয়াদ রেজা ফাহিম, শহর ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান, সহ-সভাপতি মিথুন আলী, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম আনিক, জেলা ছাত্রদলের সদস্য জনি ও যুব নেতা মকসেদুল হক কল্লোল।

কুষ্টিয়া কোর্টের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী বাংলানিউজকে জানান, ১১ মার্চ ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) আব্দুল হালীম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় বিস্ফোরক আইনে মামলা করেন।

আসামিরা হাই কোর্টের অন্তবর্তীকালীন জামিন শেষে দুপুরে কুষ্টিয়ার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। এসময় বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মে ২২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।