ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুজিবনগরে স্কুলছাত্রের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, মে ২২, ২০১৭
মুজিবনগরে স্কুলছাত্রের আত্মহত্যা

মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগরে শিক্ষকের বকা খেয়ে সপ্তম শ্রেণির ছাত্র প্রিন্স মণ্ডল আত্মহত্যা করেছে। এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক ও স্থানীয় চার্চের পুরোহিতসহ তিনজন লাঞ্ছিত হয়েছেন।

সোমবার (২২ মে) দুপুরে উপজেলার বল্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মুজিবনগর থানার ‍ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেওয়ায় বল্লভপুর মিশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুক হরেন্দ্র বিশ্বাস প্রিন্সকে বকাবকি করেন।

এ ঘটনায় পর দুপুরে প্রিন্স বাড়িতে এসে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করে।

খবর পেয়ে প্রধান শিক্ষক লুক হরেন্দ্র বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক পল মজুমদার ও বল্লভপুর ইম্মানুয়েল মিশনের পুরোহিত রেভারেন্ড সমসান মণ্ডল তাদের বাড়িতে সমবেদনা জানাতে যান। এসময় সেখানে থাকা কয়েকজন যুবক তাদের লাঞ্ছিত করেন। বতর্মানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এ বিষয়ে কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, মে ২২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।