ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জামালপুর ইউপি’র উন্মুক্ত বাজেট ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, মে ২২, ২০১৭
জামালপুর ইউপি’র উন্মুক্ত বাজেট ঘোষণা

জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদে ২০১৭-১৮ অর্থ বছরে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার (২২ মে) দুপুরে দাদড়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন।

এসময় রাস্তা-ঘাট ও শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এক কোটি ৪০ লাখ ৫৭ হাজার ৭১৬ টাকা বাজেট ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জয়পুরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান হাসিবুল আলম লিটন ও যুবলীগ নেতা অশোক কুমার ঠাকুর।

অনুষ্ঠানে ইউনিয়নের সাধারণ জনগণ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে ইউপি চেয়ারম্যান পর্যায়ক্রমে তা সমাধানের আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, মে ২২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।