ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

না’গঞ্জে স্ত্রীর যৌতুক মামলায় স্বামীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, মে ২২, ২০১৭
না’গঞ্জে স্ত্রীর যৌতুক মামলায় স্বামীর কারাদণ্ড

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীর যৌতুক মামলায় স্বামী টিপু সুলতানকে (২৫) দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলায় আদালত গৃহবধূর শাশুড়ি মিনু বেগমকে (৪৫) খালাস দেওয়া হয়েছে।

সোমবার (২২ মে) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত টিপু সুলতান ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকার আলেক চান বেপারীর ছেলে।

কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আলম বাংলানিউজকে বলেন, ২০১২ সালের ১৯ জুন মুন্নি আক্তারকে ১০ লাখ টাকা দেনমোহর ধার্য করে টিপু সুলতান বিয়ে করেন। বিয়ের পর তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয়। গত বছরের ২৩ মে তিন লাখ টাকা যৌতুকের দাবিতে মুন্নি আক্তারকে তার স্বামী ও শাশুড়ি মারধর করে বাড়ি থেকে বের করে দেন। এ অভিযোগ এনে ১৯ জুন আদালতে মামলা দায়ের করেন মুন্নি আক্তার।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, মে ২২, ২০১৭
জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।