ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে বাস উল্টে মা-ছেলে নিহত, আহত ১০

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, মে ২২, ২০১৭
সিলেটে বাস উল্টে মা-ছেলে নিহত, আহত ১০

সিলেট: সিলেটে বাস উল্টে মা-ছেলে নিহত হয়েছেন। নিহত শিল্পী আক্তার গোয়াইনঘাট উপজেলার নয়াগাঙেরপাড় গ্রামের আল আমিনের স্ত্রী। দুর্ঘটনায় অপর নিহত তার শিশু সন্তান সাইফ।

সোমবার (২২ মে) বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট-তামাবিল সড়কের তামাবিল পয়েন্ট সংলগ্ন গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

এতে বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।

এদের মধ্যে নিহত শিল্পী আক্তারের স্বামী আল আমিন ও আরেক ছেলে সাজিদ আহমদকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, জাফলং থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস সিলেটে (জ ০৪-০০৩১)  নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মা ও ছেলে নিহত হন।  

গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর হোসেন সরদার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বাসের নিচে চাপা পড়ে ৩ জন নিহতের খবর জানতে পারি। তবে নিহতের স্বামী আল আমিন ও আরেক সন্তানকে হাসপাতালে নেওয়া হলে মুমূর্ষু অবস্থায় তার শরীরে অস্ত্রোপচার চলছে জানতে পারি। তবে মা-ছেলে ঘটনাস্থলেই মারা যান।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মে ২২, ২০১৭/আপডেট: ১৯২৬ ঘণ্টা
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ