ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জে সাড়ে ২০ লাখ টাকার রেণু জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, মে ২২, ২০১৭
নারায়ণগঞ্জে সাড়ে ২০ লাখ টাকার রেণু জব্দ সাড়ে ২০ লাখ টাকার রেণু জব্দ

নারায়ণগঞ্জ: মেঘনা ও পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১০ লাখ ৩০ হাজার পিছ গলদা চিংড়ির রেণু জব্দ করেছে নারায়ণগঞ্জ পাগলা কোস্টগার্ড স্টেশন। যার আনুমানিক বাজার মূল্য ২০ লাখ ৬০ হাজার টাকা।

সোমবার (২২ মে) দুপুরে নারায়ণগঞ্জ পাগলা কোস্টগার্ড স্টেশনের সাব লেফটেন্যান্ট সায়ীদ এম কাসেদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২১ মে) গভীর রাতে মেঘনা নদীর কাঁচপুর ব্রিজ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৪৫ ড্রাম ও পদ্মা নদীর মাওয়া ঘাট এলাকা থেকে ৪৩ ড্রাম গলদা চিংড়ি রেণু জব্দ করা হয়।

জব্দ রেণু বুড়িগঙ্গা ও পদ্মা নদীতে অবমুক্ত করা হয়েছে বলেও জানান কমান্ডার সায়ীদ এম কাসেদ।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মে ২২, ২০১৭
এসআরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad