ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, মে ২২, ২০১৭
ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ময়মনসিংহ: ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম সোহাগের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

সোমবার (২২ মে) বেলা ১১টার দিকে ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কের রহমতপুর বাইপাস এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

৭ নম্বর ওয়ার্ড ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন- ইউপি সদস্য মজিবুর রহমান মনির, সংরক্ষিত ইউপি সদস্য জরিনা আক্তার ও শাপলা আক্তার মুন্নি, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক আবুল হাসান মুক্তা প্রমুখ।

চেয়ারম্যানের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে এই হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

গত ৮ মে বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে বাড়ি যাওয়ার পথে সন্ত্রাসীরা কুপিয়ে আহত করে স্থানীয় চেয়ারম্যান খাইরুল আলম সোহাগকে।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, মে ২২, ২০১৭
এমএএএম/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।