ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

শেরপুরে শিক্ষকদের নিয়ে দুর্নীতি বিরোধী সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, মে ২২, ২০১৭
শেরপুরে শিক্ষকদের নিয়ে দুর্নীতি বিরোধী সভা শেরপুরে শিক্ষকদের নিয়ে দুর্নীতি বিরোধী সভা

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের নিয়ে দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা হয়েছে। সোমবার (২২ মে) বেলা ১২টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

শেরপুর সরকারি ডিগ্রি কলেজের সভাকক্ষে অধ্যক্ষ আল মাহমুদ কমলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নিমাই ঘোষ।

এছাড়া সভায় শেরপুর টাউনক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অর্নাস কলেজের অধ্যক্ষ স ম হাফিজুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি শাহ জামাল সিরাজী, সদস্য সচিব আব্দুস সাত্তার, অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই বারী, অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ, প্রধান শিক্ষক নুরুল ইসলাম জিন্নাহ, দানিসুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সুধীন্দ্র নাথ রায় প্রমুখ বক্তব্য রাখেন।



পরে উপস্থিত শিক্ষকরা দুর্নীতি না করার শপথ নেন। শপথবাক্য পাঠ করান দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নিমাই ঘোষ। সভায় উপজেলার প্রায় অর্ধশতাধিক স্কুল, কলেজ, মাদ্রাসার প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, মে ২২, ২০১৭
এমবিএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।