ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুমিল্লায় বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, মে ২২, ২০১৭
কুমিল্লায় বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত কুমিল্লায় বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত সম্মেলন

কুমিল্লা: কুমিল্লা ক্লাব মিলনায়তনে বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ মে) সকাল সাড়ে ৯টায় দু’দেশের জেলা প্রশাসন ও জেলা ম্যাজিস্ট্রেট পর্যায়ের এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সীমান্ত সম্মেলনে বাংলাদেশের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার জেলা প্রশাসন, পুলিশ সুপার, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ২৯ জন কর্মকর্তা এবং ভারতের ত্রিপুরা অঞ্চলের সিপাহিজলা, পশ্চিম ত্রিপুরা ও খোয়াই জেলার ডিএম, জেলা ম্যাজিস্ট্রেট, এসপি, বিএসএফের কর্মকর্তারা অংশ নেন।

সম্মেলনে দু’দেশের সীমান্তের চোরাচালান, মাদক, সন্ত্রাস, নাশকতা প্রতিরোধে ব্যবস্থাপনাসহ গোমতী নদীর পানি বণ্টন, সীমান্তের অধিবাসী এবং ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব বিনিময় সম্পর্কে আলোচনা করা হয়।

বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন বলেন, ভারত ও বাংলাদেশের ডিসি-ডিএম যৌথ সীমান্ত সম্মেলন দু’টি দেশের বিভিন্ন ইস্যুতে ইতিবাচক সিদ্ধান্ত তৈরির প্রতিচ্ছবি। দুই দেশের সহযোগিতার মাধ্যমে সীমান্তে শান্তি প্রতিষ্ঠায় সম্মেলনে আলোচনা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মে ২২, ২০১৭
জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।