ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দিনাজপুর পৌরসভার দুর্নীতির প্রতিবাদ কাউন্সিলরের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, মে ২২, ২০১৭
দিনাজপুর পৌরসভার দুর্নীতির প্রতিবাদ কাউন্সিলরের দিনাজপুর পৌরসভার দুর্নীতির প্রতিবাদ কাউন্সিলরের। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর ও সহকারী প্রকৌশলী বদিউজ্জামান ফারুকীর দুর্নীতির প্রতিবাদ করেছেন পৌরসভাটির ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল আলম রমজান।

সোমবার (২২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জেনারেল হাসপাতাল মোড়ে ওই

কাউন্সিলর বুকে ও পিঠে ‘দিনাজপুর পৌরসভার দুর্নীতি থামাবে কে? প্রশাসন পৌরবাসী নিরব কেন?’ স্লোগান লিখে প্রতিবাদ জানান।

রমজান বলেন, দিনাজপুর পৌরসভা এখন দুর্নীতি ও অনিয়মের আখড়া।

দিনাজপুর পৌরসভার মেয়র ও সহকারী প্রকৌশলী জুয়েলের সীমাহীন দুর্নীতি ও অনিয়মে পৌরবাসী নাস্তানাবুদ হয়ে পড়েছেন। পৌরসভায় উৎকোচ ছাড়া কোনো কাজ হয় না। রাজস্বের জমা হওয়া লুটপাট করা হচ্ছে।

অবিলম্বে এ সব দুর্নীতি ও অনিয়ম বন্ধ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের হস্তক্ষেপ কামনা করেন কাউন্সিলর।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, মে ২২, ২০১৭
আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।