ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চুয়াডাঙ্গায় সেপটিক ট্যাঙ্কে পড়ে কৃষকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, মে ২২, ২০১৭
চুয়াডাঙ্গায় সেপটিক ট্যাঙ্কে পড়ে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় সেপটিক ট্যাঙ্কিতে পড়ে জিয়ারুল ইসলাম নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন হজরত আলী নামে আরও একজন।

সোমবার (২২ মে) সকাল ১১টার দিকে উপজেলার ইব্রাহিমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইব্রাহিমপুর গ্রামের লিটনের মেয়ের একটি মোবাইল ফোন তার নিজ বাড়ির সেপটিক ট্যাঙ্কিতে পড়ে যায়।

এ সময় প্রতিবেশী জিয়ারুল ট্যাঙ্কির মধ্যে মোবাইল তুলতে নামলে অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করতে তারই বন্ধু হজরত ট্যাঙ্কির মধ্যে নামলে তিনিও অসুস্থ হয়ে জ্ঞান হারান।

পরে খবর পেয়ে চুয়াডাঙ্গা ফয়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল থেকে ওই দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. শিরিন জেবিন সুমী জিয়ারুলকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, মে ২২, ২০১৭
এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ