ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লৌহজংয়ে ৩৪ ড্রাম ভর্তি চিংড়ি পোনা জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, মে ২২, ২০১৭
লৌহজংয়ে ৩৪ ড্রাম ভর্তি চিংড়ি পোনা জব্দ

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা থেকে ৩৪টি ড্রামবোঝাই গলদা চিংড়ির পোনা জব্দ করেছে কোস্টগার্ড।

সোমবার (২২ মে) বেলা পৌনে ১২টার দিকে কোস্টগার্ড মাওয়া জোনের কন্টিনজেন্ট মো. দেলোয়ার হোসেন বাংলানিউজকে এ খবর জানান।

তিনি বলেন, রোববার (২১ মে) দিনগত রাত আড়াইটার দিকে বেপারী পরিবহনের যাত্রীবাহী একটি বাস থেকে চিংড়ির পোনার ড্রামগুলো জব্দ করা হয়।

যার আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা।

সোমবার লৌহজংয়ের শিমুলিয়া বাজার এলাকার পদ্মা নদীতে পোনাগুলো অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মো. ইদ্রিস তালুকদার।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, মে ২২, ২০১৭
এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad