ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফুলগাজীতে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, মে ২১, ২০১৭
ফুলগাজীতে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

ফেনী: ফেনীর ফুলগাজী উপজেলায় এক প্রতিবন্ধী কিশোরী (১৪) ধর্ষণের শিকার হয়েছে। এঘটনায় হারুন চৌধুরী (৭৫) নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ওই কিশোরীর ভ্যানচালক বাবা।

রোববার (২১ মে) সন্ধ্যায় উপজেলার জিএমহাট ইউনিয়নের পশ্চিম বশিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, হারুন চৌধুরী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য।

শনিবার রাতে ওই গ্রামের এক ভ্যানচালক বাবার প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের সময় ওয়ার্ডের সদস্য হারুন চৌধুরীকে হাতেনাতে ধরেন তারা।

পরে কয়েকজন প্রভাবশালী মোটা অংকের টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেন। বিষয়টি পরে জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

খবর পেয়ে ফুলগাজী থানা পু্লিশ প্রতিবন্ধী ওই কিশোরীকে থানায় নিয়ে যান।

ফুলগাজী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন বাংলানিউজকে জানান, রাতে ওই কিশোরীর বাবা বাদী হয়ে ইউপি সদস্য হারুন চৌধুরীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলা নম্বর-১৪। মামলার পর থেকে হারুন চৌধুরী পলাতক রয়েছে বলেও জানান এসআই আব্দুল মতিন।

বাংলাদেশ সময়: ০৪২৯ ঘণ্টা, মে ২২, ২০১৭
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।