ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জনবল সংকটে পাঠক কমছে মানিকগঞ্জ লাইব্রেরিতে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, মে ২১, ২০১৭
জনবল সংকটে পাঠক কমছে মানিকগঞ্জ লাইব্রেরিতে সহকারী লাইব্রেরিয়ান মাসুমা নাজনীন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: একজন সহকারী লাইব্রেরিয়ান ও একজন অফিস সহায়ক দিয়ে কোনোমতে চলছে মানিকগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারের কার্যক্রম। জনবল সংকটে সুবিধা বঞ্চিত হয়ে দিন দিন কমছে নিয়মিত পাঠকের সংখ্যা। আবার এ সুযোগে চুরি হয়ে যাচ্ছে মূল্যবান বই।

মনিকগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারে একজন সহকারী লাইব্রেরিয়ান, একজন জুনিয়র লাইব্রেরিয়ান, একজন লাইব্রেরি সহকারী এবং একজন অফিস সহায়ক পদ রয়েছে। লাইব্রেরি সহকারী ওবায়দুল হক গত এক বছর ধরে ঢাকায় ডেপুটেশনে রয়েছেন।

জুনিয়র লাইব্রেরিয়ান পদে কেউ নেই। ফলে সহকারী লাইব্রেরিয়ান একজন মাত্র অফিস সহায়ককে নিয়ে কষ্টে চালাচ্ছেন প্রায় ৩৬ হাজার বই সমৃদ্ধ গণগ্রন্থাগারটি।

সরেজমিনে দেখা গেছে, লাইব্রেরি ভবনের নিরাপত্তায় মূল গেটের সঙ্গে গার্ডরুম থাকলেও সেখানে কোনো গার্ড নেই। সরকারি যেকোনো বন্ধ বা সাপ্তাহিক ছুটিতে এবং রাতের বেলা গণগ্রন্থাগারটি থাকে সম্পূর্ণ অনিরাপদ অবস্থায়। ভেতর থেকে বড় দু’টি তালা দিয়ে মূল গেট বন্ধ রেখেও নিরাপত্তাহীনতার আশঙ্কায় থাকেন বলে জান‍ান সহকারী লাইব্রেরিয়ান মাসুমা নাজনীন।
 মানিকগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমতিনি বাংলানিউজকে বলেন, ‘জনবল সংকটেও কষ্ট হচ্ছে। তারপরও পাঠকদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি’।

মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের শেষ বর্ষের ছাত্র সোহানুর রহমান বলেন, ‘গণগ্রন্থাগারের তাকগুলোতে হাজার হাজার বই সাজানো রয়েছে। সেখান থেকে নিজের পছন্দের বই খুঁজে বের করতে অনেক সময় নষ্ট হয়ে যায়। একজন মাত্র অফিস সহায়ক থাকায় তাকে বার বার বিরক্ত করতে খারাপ লাগে’।

এখানে আরও দু’জন কর্মরত থাকলে পাঠকেরা উপকৃত হবেন বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মে ২১, ২০১৭
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।