ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দেশের প্রথম স্টুডেন্ট কমিউনিটি পুলিশিংয়ের সম্মেলন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, মে ২১, ২০১৭
দেশের প্রথম স্টুডেন্ট কমিউনিটি পুলিশিংয়ের সম্মেলন দেশের প্রথম স্টুডেন্ট কমিউনিটি পুলিশিংয়ের সম্মেলন। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীতে দেশের প্রথম শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সম্মেলন।

জঙ্গিবাদ, মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধের লক্ষ্যে মহানগরীর বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসা ও স্কুলের কয়েক হাজার শিক্ষার্থী এতে অংশ নেন।

রোববার (২১ মে) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজের ডা. কায়ছার রহমান  মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, রাজশাহীর বিভিন্ন উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেও জঙ্গিবাদের মতো দেশবিরোধী কর্মকাণ্ডে অনেকেই জড়িয়েছে। ইসলামে জিহাদের নামে কেউ কেউ হিজরত মনে করে গোপনে দেশ ত্যাগও করেছে। শিক্ষার্থীদের একটা বড় অংশ মাদকের মতো জীবন বিধ্বংসী নেশায় জড়িত। অনেকেই নানা সামাজিক অপরাধে জড়াচ্ছে। এসব মেধাবী শিক্ষার্থীদেও ধ্বংসের পথ থেকে টেনে তুলতেই রাজশাহী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ‘স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং’ কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে ছাত্র সমাজে অপরাধ প্রবণতা কমবে। দেশের প্রথম স্টুডেন্ট কমিউনিটি পুলিশিংয়ের সম্মেলন।  ছবি: বাংলানিউজসম্মেলনে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক আবু নাসের মোহাম্মদ ওয়াহিদ, রাজশাহী কলেজের অধ্যক্ষ মুহা. হবিবুর রহমান, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা অধ্যাপক কামরুজ্জামান, রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার তমিজ উদ্দীন আহমেদ, উপ-কমিশনার (সদর) তানভীর হায়দার চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, মে ২১, ২০১৭
এসএস/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad