ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মঙ্গলবার ৮২টি নির্বাচন, প্রচারণা শেষ মধ্যরাতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, মে ২১, ২০১৭
মঙ্গলবার ৮২টি নির্বাচন, প্রচারণা শেষ মধ্যরাতে

ঢাকা: আগামী ২৩ মে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের ৮২টি নির্বাচনের ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। সেজন্য রোববার (২১ মে) মধ্যরাত ১২টায় শেষ হচ্ছে প্রচারণা।

স্থানীয় সরকার নির্বাচন আইন অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা পূর্বে নির্বাচনের সব প্রচারণা বন্ধ করতে হয়। ভোটগ্রহণ শুরু হবে মঙ্গলবার (২৩ মে) সকাল ৮টায়।

সে অনুযায়ী, রোববার (২১ মে) রাত ১২টার পর আর প্রচারণা চালানো যাবে না।
 
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. নুরজ্জামান তালুকদার বাংলানিউজকে জানান, ২৩ মে ৬০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) বিভিন্ন পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে ১৯টি ইউপিতে রয়েছে সাধারণ নির্বাচন। একইসঙ্গে বেশ কয়েকটি জেলা পরিষদের ২১টি পদে ও একটি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
 
নির্বাচন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সোমবার (২২ মে) ভোটকেন্দ্রগুলোতে পাঠানো হবে নির্বাচনী উপকরণ। ভোটগ্রহণ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ম্যাজিস্ট্রেটরাও এরইমধ্যে নির্বাচনী এলাকায় অবস্থান নিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মে ২১, ২০১৭
ইইউডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।