ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, মে ২১, ২০১৭
গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময়। ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দুর্নীতি মুক্ত প্রশাসন গড়ার অঙ্গীকার ব্যক্ত করে কুড়িগ্রাম জেলার সার্বিক উন্নয়নে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করলেন নবাগত জেলা প্রশাসক।

রোববার (২১ মে) বিকেল সাড়ে ৫টায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবনিযুক্ত জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় কালে এ সহযোগিতা চেয়েছেন তিনি।

মতবিনিময় কালে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-সচিব) সার্বিক রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিন আল পারভেজসহ প্রশাসনের কর্মকর্তারা।

এ সময় বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর স্টাফ করেসপন্ডেন্ট ফজলে ইলাহী স্বপন, প্রথম আলো প্রতিনিধি সফি খান, যুগান্তর প্রতিনিধি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, বাংলাভিশনের প্রতিনিধি সফিকুল ইসলাম বেবু, রাজু মোস্তাফিজ, হাসিবুর রহমান হাসিব, হুমায়ুন কবির সূর্য্য, অলক সরকার, আশরাফুল ইসলাম রুবেল, ইউসুফ আলমগীর, রেজাউল করিম রেজা, একরামুল হক সম্রাট, লাইলী বেগম, তৌহিদুল ইসলাম ঠান্ডা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, মে ২১, ২০১৭
আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।