ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাটোরে ২ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, মে ২১, ২০১৭
নাটোরে ২ মাদক ব্যবসায়ী আটক

নাটোর: নাটোর সদর উপজেলার করিয়াপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ও ২০ পিস লুপিজেসিক ইনজেকশনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (২১ মে) সন্ধ্যায় নাটোর-রাজশাহী মহাসড়কে দুইটি যাত্রীবাহী বাস তল্লাশী করে তাদের আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন- সদর উপজেলার করোটা দক্ষিণপাড়া গ্রামের আবু হানিফ প্রামানিকের ছেলে মাসুম প্রামানিক (২৪) ও সিংড়া উপজেলার গোডাউনপাড়া মহল্লার মৃত কসিম উদ্দিনের ছেলে নবীর উদ্দিন (৫৬)।

নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচারক আনিসুর রহমান খান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর-রাজশাহী মহাসড়কের করিয়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় মাসুমের কাছে ২০ পিস লুপিজেসিক ইনজেকশন এবং নবীর উদ্দিনের কাছে ২০০ পিস ইয়াবাস্হ তাদের আটক করা হয়

এ ঘটনায় তাদের বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, মে ২১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।