ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ফতুল্লায় বাবার বুকে ছুরি চালিয়ে মারলো ছেলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, মে ২১, ২০১৭
ফতুল্লায় বাবার বুকে ছুরি চালিয়ে মারলো ছেলে

নারায়ণগঞ্জ: পারিবারিক কলহের জের ধরে নারায়ণগঞ্জের ফতুল্লায় বাবার বুকে ছুরিকাঘাত করে তাকে হত্যা করেছে ছেলে।

রোববার (২১ মে) দুপুর ২টায় ফতুল্লার উত্তর হাজীগঞ্জ এলাকায় এ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ইব্রাহীম মিয়া (৫০) নামে ব্যাটারিচালিত অটোরিকশার এক চালক।  

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ছুরিসহ ছেলে ফয়সালকে আটক করেছে।

উদ্ধার করে নিয়ে গেছে মরদেহও।

ইব্রাহীম মিয়ার স্ত্রী সৌদিপ্রবাসী। ৪ ছেলে ২ মেয়ে। সবার বড় ফয়সাল স্থানীয় একটি গার্মেন্টসের কর্মী। আর ফয়সালের ছোট লিজা আক্তার।

লিজা বাংলানিউজকে বলেন, আমি ছোট ভাই-বোনদের নিয়ে বাসায় থেকে সাংসারিক কাজ করি। বাবা প্রায় সময় বাসায় এসে ছোট-ভাই বোনদের মারধর করতেন। আমি প্রতিবাদ করলে আমাকেও মারধর করতেন। রোববার দুপুরেও ছোট ভাই-বোনদের মারধর করলে আমি প্রতিবাদ করি। এতে আমাকে মারধর করেন বাবা।  

এসময় গার্মেন্টস থেকে দুপুরের খাবার খেতে এসে বড় ভাই ফয়সাল বিষয়টি জানতে পেরে বাবার ওপর ক্ষিপ্ত হন। এ নিয়ে তর্কের এক পর্যায়ে ফয়সালকেও বাবা মারধর করেন। ফয়সাল ক্ষিপ্ত হয়ে বাবার বুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ফয়সালকে ছুরিসহ আটক করা হয়েছে। ঘটনাটি আরও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, মে ২১, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।