ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডোমারে বজ্রপাতে গরুর মৃত্যু, গৃহবধূ আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, মে ২১, ২০১৭
ডোমারে বজ্রপাতে গরুর মৃত্যু, গৃহবধূ আহত

নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলার দক্ষিণ গোমনাতী মাস্টারপাড়া গ্রামে বজ্রপাতে একটি গরুর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন রোজিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূ।

রোববার (২১ মে) সকালে প্রচণ্ড ঝড়-বৃষ্টির মধ্যে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

আহত রোজিনা বেগমকে ডোমার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

তিনি ওই গ্রামের ফজলু হোসেনের স্ত্রী।

পালিত গরুটি সকালে বাড়ির অদূরে বাঁশঝাড়ে বাঁধতে যান রোজিনা বেগম। সেসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই গরুটি মারা যায় ও রোজিনা বেগম আহত হয়। গোমনাতী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, মে ২১, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।