ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মাগুরায় ৫ দিনব্যাপী স্কাউট ইউনিট কোর্স শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, মে ২১, ২০১৭
মাগুরায় ৫ দিনব্যাপী স্কাউট ইউনিট কোর্স শুরু মাগুরায় ৫ দিনব্যাপী স্কাউট ইউনিট কোর্স শুরু

মাগুরা: মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ২৪৪তম স্কাউট ইউনিট লিডার কোর্স শুরু হয়েছে।

রোববার (২১ মে) বিকেলে বাংলাদেশ স্কাউট মাগুরা শাখার সভাপতি ও জেলা প্রশাসক মো. আতিকুর রহমান প্রধান অতিথি হিসেবে এ বেসিক কোর্সের উদ্বোধন করেন। বাংলাদেশ স্কাউটস মাগুরা জেলা শাখা এ বেসিক কোর্সের আয়োজনে করে।

অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউট কর্তৃক সাবেক উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলুকে মাগুরা জেলা স্কাউটের কমিশনারের নিয়োগপত্র সনদ বিতরণ করা হয়।

পাঁচ দিনব্যাপী বেসিক কোর্সের বাংলাদেশ স্কাউটের খুলনা অঞ্চলের ১০ জন সিনিয়র কোর্স লিডার প্রশিক্ষণ  দেবেন। কোর্সে মাগুরা সদর, শালিখা, শ্রীপুর ও মহম্মদপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৪০ জন সহকারী শিক্ষক অংশ  নেবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বাংলাদেশ স্কাউট মাগুরা শাখার সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মো. আজমুল হক।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মে ২১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।