ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কমলনগরে চিকিৎসকদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, মে ২১, ২০১৭
কমলনগরে চিকিৎসকদের মানববন্ধন

লক্ষ্মীপুর: রাজধানীতে সেন্ট্রাল হাসপাতালে ভাঙচুর, সেখানকার চিকিৎসকদের ওপর হামলা, গ্রেফতার এবং ডাক্তার আবদুল্লাহসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছে লক্ষ্মীপুরের কমলনগরের চিকিৎসকরা।

রোববার (২১ মে) দুপুরে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রামগতি-লক্ষ্মীপুর সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম রাজিবের নেতৃত্বে হাসপাতালের চিকিৎসক ও নার্সরা এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।

এ সময় হামলাকারীদের কঠোর শাস্তি এবং চিকিৎসকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যহারের দাবি জানান চিকিৎসকরা।

হাসপাতাল ভাঙচুর, চিকিৎসকের ওপর হামলা ও মিথ্যা মামলা দায়েরের  প্রতিবাদে বাংলাদেশ অ্যাসোসিয়েশন (বিএমএ) দেশব্যাপী মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। একই সঙ্গে মঙ্গলবার (২৩ মে) দেশের সব প্রাইভেট চিকিৎসা প্রতিষ্ঠানে চিকিৎসাসেবা বন্ধ রাখা হবে বলেও ঘোষণা দিয়েছে বিএমএ।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, মে ২১, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।