ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অর্থ আত্মসাতের অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, মে ২১, ২০১৭
অর্থ আত্মসাতের অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

বরিশাল: বিভিন্ন প্রকল্পের ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২১ মে) বরিশাল সিনিয়র স্পেশাল জজ আদালতে বরিশাল সদর উপজেলার হিজলতলা গ্রামের আবদুর রশিদ মোল্লার ছেলে জসিমুদ্দিন মোল্লা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আদালতের বিচারক মো. আনোয়ারুল হক মামলাটি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল দুর্নীতি দমন কমিশনে (দুদক)  পাঠান।

 

মামলায় অভিযুক্ত আসামি হলেন বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য ও হিজলতলা গ্রামের মৃত কাজেম আলী সিকদারের ছেলে নজরুল ইসলাম সিকদার।

আদালতের বরাত দিয়ে আইনজীবী আজাদ রহমান জানান, ২০১৪-১৫ অর্থবছরে চর হিজলতলা বিদ্যালয়ে মাটি ভরাট বাবদ কাবিখা প্রকল্পের আওতায় ৫ লাখ ৭৬ হাজার, ২০১২-১৩ অর্থবছরে হিজলতলা আবদুল লতিফ গাজির বাড়ির সামনে থেকে মন্টু দাসের বাড়ির খাল পর্যন্ত রাস্তা পুনঃনির্মানের জন্য কাবিখা প্রকল্পের আওতায় ২ লাখ ৮৮ হাজার টাকাসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মোট ১৫ লাখ ২ হাজার ৭৫০ টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে আসামির বিরুদ্ধে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মে ২১ ২০১৭
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।