ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ঝালকাঠিতে চিকিৎসকদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, মে ২১, ২০১৭
ঝালকাঠিতে চিকিৎসকদের মানববন্ধন ঝালকাঠিতে চিকিৎসকদের মানববন্ধন

ঝালকাঠি: চিকিৎসক ও চিকিৎসা প্রতিষ্ঠানে দুষ্কৃতিকারীদের হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন করেছেন চিকিৎসকরা।

ঝালকাঠি সদর হাসপাতালের সামনে রোববার (২১ মে) দুপুর ১২টায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে মানববন্ধনে জেলার সকল পর্যায়ের চিকিৎসকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার, বিএমএ ঝালকাঠি জেলা সভাপতি ডা. নওশের আলী, ডা. মো. শাহাদাৎ হোসেন, নলছিটি’র ইউএইচ এন্ড পিও ডা. ফারুক আলম, ডা. দিলশাদ হোসেন ও সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা বাবু গৌতম প্রমুখ।

এ সময় সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার সারাদেশে চিকিৎসকদের সেবা প্রদানে সুরক্ষা দেওয়ার দাবি জানান

অপরদিকে বিএমএ জেলা সভাপতি ডা. নওশের আলী আগামী ২৩ শে মে চিকিৎসকদের প্রাইভেট প্রাকটিস বন্ধ রাখসহ ২৫ শে মে পর্যন্ত পূর্ণ দিবস কালো ব্যাজ ধারণের কর্মসূচি ঘোষণা দেন।

বাংলা‌দেশ সময়: ১৮২৬ ঘণ্টা, মে ২১, ২০১৭
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।