ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শাবিপ্রবি ছাত্রলীগ সভাপতিসহ ৩ জনের বিরুদ্ধে পরোয়ানা

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, মে ২১, ২০১৭
শাবিপ্রবি ছাত্রলীগ সভাপতিসহ ৩ জনের বিরুদ্ধে পরোয়ানা

শাবিপ্রবি: স্কুলছাত্রীকে নিপীড়নের অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থসহ ছাত্রলীগের ৩ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রোববার (২১ মে) দুপুরে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এ পরোয়ানা জারি করেন।

মামলার অপর দুই আসামি হলেন- মাহমুদুল হাসান রুদ্র ও এস এন সাজ্জাদ রিয়াদ।

বাদীপক্ষের আইনজীবী মসরুর চৌধুরী শওকত বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

মসরুর চৌধুরী জানান, বিচার বিভাগীয় তদন্ত শেষে রোববার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মুহিদুল হক এ মামলা আমলে নেন। এছাড়া ভিকটিমের বয়স কম হওয়ায় মামলাটি শিশু আদালতে স্থানান্তরের নির্দেশ দেন।

গত ৮ এপ্রিল (শনিবার) ভিকটিমের মা বাদী হয়ে ওই তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪-৫ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, মে ২১, ২০১৭
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।