ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কালীগঞ্জে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, মে ২১, ২০১৭
কালীগঞ্জে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায়  আনন্দ কুমার বর্মণ (৪৪) নামে এক  ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

রোববার (২১ মে ) দুপুরে মরেদহটি উদ্ধার করা হয়। নিহত আনন্দ কুমার কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের বান্দরকুড়া গ্রামের মৃত দক্ষিণা বর্মনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক কোন্দলের জের দলে অভিমান করে পার্শ্ববর্তি বাড়ির গোয়াল ঘরে গরুর রশি  গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন আনন্দ কুমার।

রোববার সকালে ওই বাড়ির লোকজন গোয়াল ঘর থেকে গরু বের করতে গেলে ঝুলন্ত অবস্থায় আনন্দ কুমারের মরদেহ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

কালীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল মালেক বাংলানিউজকে জানান, তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

কালীগঞ্জ থানার (ওসি) মুকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মে ২১, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।