ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাটজাত পণ্য ব্যবহার বাস্তবায়নে বরিশালে সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, মে ২১, ২০১৭
পাটজাত পণ্য ব্যবহার বাস্তবায়নে বরিশালে সভা বরিশালে সভা

বরিশাল: ‘সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’ স্লোগানে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ সুষ্ঠুভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় দিক নির্দেশনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ মে) বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইন) সৈয়দ আবদুল মমিন।

আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেন, গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী ওসমান গনি, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. একরামুল করীম চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ রমেন্দ্র নাথ বাড়ৈ, সহকারী কমিশনার মেহনাজ ফেরদৌস প্রমুখ।

বাংলা‌দেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মে ২১ ২০১৭
এমএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।