ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হত্যা মামলার আসামির আত্মসমর্পণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, মে ২১, ২০১৭
হত্যা মামলার আসামির আত্মসমর্পণ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামে গৃহবধূ কামরুন্নাহার তূর্ণা হত্যা মামলার একমাত্র আসামি নিহতের স্বামী আরিফুল হক রনি আদালতে আত্মসমর্পণ করেছেন।

রোববার (২১ মে) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে রনি আত্মসমর্পণ করেন। পরে ওই আদালতের বিচারক আয়েশা বেগম তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম কামরুজ্জামান জানান, তূর্ণা হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রনির ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে।

২৪ এপ্রিল সন্ধ্যায় আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামে শ্বশুরবাড়ির পরিত্যক্ত পানির ট্যাংক থেকে তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ তূর্ণার মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর থেকে তার স্বামী আরিফুল হক রনি পলাতক ছিলেন। এ ঘটনায় তূর্ণার বাবা মফিজুল হক বাদী হয়ে ২৫ এপ্রিল আশুগঞ্জ থানায় রনিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, মে ২১, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।