ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রয়োজনে আইন-শৃঙ্খলা বাহিনী তল্লাশি চালাতে পারে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, মে ২১, ২০১৭
প্রয়োজনে আইন-শৃঙ্খলা বাহিনী তল্লাশি চালাতে পারে

ঢাকা: রাষ্ট্রের নিরাপত্তার প্রয়োজনে আইন-শৃঙ্খলা বাহিনী যেকোনো জায়গায় তল্লাশি চালাতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অাসাদুজ্জামান খাঁন কামাল।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তল্লাশি চালানো প্রসঙ্গে রোববার (২১ মে) সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী।  

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়েছে পুলিশ।

এটা পুলিশের রুটিন কাজ।

এদিকে শনিবারের (২০ মে) তল্লাশির প্রতিবাদে রোববার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি।

এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ নিয়ে আন্দোলন করতে হবে এমন পরিস্থিতি হয়নি।

বনানীতে দুই ছাত্রী ধর্ষণের ঘটনা তদন্ত কাজ শেষ পর্যায়ে রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, গাফিলতি থাকলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নরসিংদীতে জঙ্গি অাস্তানা সন্দেহে অভিযান প্রসঙ্গে মন্ত্রী বলেন, সিলেটের জঙ্গিদের সঙ্গে তাদের (নরসিংদী) যোগাযোগ ছিল বলে জানা গেছে।  

ওই আস্তানা থেকে ৫ জঙ্গি আত্মসমর্পণ করেছেন জানিয়ে র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বলেন, ভেতর থেকে মাসুদুর রহমান, সালাউদ্দিন, আবু জাফর, নাসিকুল ইসলাম ও মশিউর রহমান নামে ৫ জনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, মে ২১, ২০১৭
এমঅাইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।