ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কলাপাড়ায় শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, মে ২১, ২০১৭
কলাপাড়ায় শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

পটুয়খালী: পটুয়াখালীর কলাপাড়ার আল-আমীন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফ আলীকে মারধর ও লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক ও পেশাজীবীদের অংশগ্রহণে রোববার (২১ মে) রোববার সকালে কলাপাড়া প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি আয়োজিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, স্বাধীনতা পেশাজীবী পরিষদের কলাপাড়ার আহ্বায়ক অধ্যাপক মঞ্জুরুল আলম, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, আব্দুস সোবাহান মডেল একাডেমির প্রধান শিক্ষক মো. ওমর ফারুক প্রমুখ।

বক্তারা শিক্ষকের ওপর হামলা-লাঞ্ছনার ঘটনার তীব্র নিন্দা জানান ও হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি করেন।

গত ১৮ মে বেলা দুইটায় শিক্ষক ইউসুফ আলীর ওপর পাশা মোড়লের নেতৃত্বে হামলা মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনার এক আসামি আব্বাস প্যাদাকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

কলাপাড়া থানার ওসি জিএম শাহনেওয়াজ জানান, ইতোমধ্যে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিরা পলাতক রয়েছেন।

বাংলা‌দেশ সময়: ১৭১২ ঘণ্টা, মে ২১, ২০১৭
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।