ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ধামরাইয়ে দুদকের গণশুনানি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, মে ২১, ২০১৭
ধামরাইয়ে দুদকের গণশুনানি ধামরাইয়ে দুদকের গণশুনানি

ধামরাই, ঢাকা: ঢাকার ধামরাইয়ে সরকারি ৯টি অফিসের কর্মকর্তাদের নিয়ে দুদকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ মে) উপজেলার হল রুমে দুদকের গণশুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানিতে অংশ নেওয়া সরকারি অফিস সমূহ হলো- উপজেলা ভ‍ূমি অফিস ধামরাই, উপজেলা সেটেলমেন্ট অফিস ধামরাই, উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস ধামরাই, উপজেলা পল্লীবিদ্যুৎ সমিতি ধামরাই, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস ধামরাই, উপজেলা হিসাবরক্ষণ অফিস ধামরাই, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিস ধামরাই, উপজেলা সমাজসেবা অফিস ধামরাই, উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস ধামরাই অফিস।

এসময় প্রধান অতিথি ছিলেন- দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ডা. নাছির উদ্দিন আহাম্মেদ। এছাড়াও উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য ঢাকা-২০ এম.এ মালেক, উপজেলা চেয়ারম্যান তমিজ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কালাম আজাদ, পৌর মেয়র গোলাম কবির প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, মে ২১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।