ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দিনাজপুরে ৫ দিনব্যাপী ব্লক অ্যান্ড বাটিক কর্মশালা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, মে ২১, ২০১৭
দিনাজপুরে ৫ দিনব্যাপী ব্লক অ্যান্ড বাটিক কর্মশালা শুরু

দিনাজপুর: দিনাজপুরে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ৫ দিনব্যাপী ব্লক অ্যান্ড বাটিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। এতে ৩০ জন নারীকে প্রশিক্ষণ দেওয়া হবে। 

রোববার (২১ মে) বেলা সাড়ে ১১টায় কর্মশালা উদ্বোধন করেন প্রধান অতিথি এফপিএবি দিনাজপুর জেলা কর্মকর্তা মো. কামরুজ্জামান উজ্জ্বল।  

বাংলাদেশ মহিলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি দিনাজপুর জেলার সভাপতি ও এসএমই ফাউন্ডেশনের প্রতিনিধি জান্নাতুস সাফা শাহীনুরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদস্য নূর ছাবা হোসনে, আইরিন লতিফ, এসএমই ফাউন্ডেশনের ট্রেইনার ইসরাত জাহান ইলা, সহকারী গুলজাহান, মহিলা চেম্বার অব কমার্সের সদস্য সামসুন নাহার, লিজা, রাশিদা বেগম, নেহা পারভীন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মে ২১, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।