ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাধবপুরে উদ্ধারকৃত মর্টারশেল ধ্বংস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, মে ২১, ২০১৭
মাধবপুরে উদ্ধারকৃত মর্টারশেল ধ্বংস ফাইল ফটো

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে উদ্ধারকৃত মর্টারশেল ধ্বংস করেছে সিলেট জালালাবাদ সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিম।
 

রোববার (২১ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার সোনাই নদীর পাড়ে বোম্ব ডিসপোজাল টিমের ক্যাপ্টেন আনিসুর রহমানের নেতৃত্বে এটি ধ্বংস করা হয়।

সূত্রে জানা যায়, ১৯ মার্চ দুপুরে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে রহিছ মিয়ার পুকুর খনন করতে গিয়ে মর্টারশেলটি উদ্ধার করে শ্রমিকরা।

তখন স্থানীয় লোকজন ৫৫ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মনতলা সীমান্ত ফাঁড়িতে খবর দিলে হাবিলদার মফিজ উদ্দিন ঘটনাস্থলে গিয়ে মর্টারশেলটি উদ্ধার করে ক্যাম্পের হেফাজতে নিয়ে যায়।

৫৫ বিজিবির মনতলা সীমান্ত ফাঁড়ির সুবেদার জয়েন উদ্দিন বাংলানিউজকে জানান, মর্টারশেলটি উদ্ধারের পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এর মাধ্যমে জানা যায় মুক্তিযুদ্ধের সময় মর্টারশেলটি ব্যবহার করা হয়নি। যে কারণে এটি এখনো সচল। তাই এটি ধ্বংস করা হয়।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, মে ২১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।