ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চিকিৎসক ও হাসপাতালের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, মে ২১, ২০১৭
চিকিৎসক ও হাসপাতালের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন চিকিৎসক ও হাসপাতালের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জ: ঢাকার গ্রিন রোডের সেন্টার হাসপাতাল ও সেখানকার চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (২১ মে) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত গোপালগঞ্জ সদর হাসপাতালের সামনের সড়কে চিকিৎসকরা এ কর্মসূচি পালন করেন।
 
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচিতে বক্তব্য রাখেন- সংগঠনের সভাপতি ডা. আবিদ হাসান শেখ, সংগঠনের সাধারণ সম্পাদক ও সিভিল সার্জন ডা. চৌধুরী শফিকুর আলম, সিনিয়র সহ সভাপতি ডা. প্রহলাদ চন্দ্র বিশ্বাস ও যুগ্ম সাধারণ সম্পাদক ‍অনুপ কুমার মজুমদার প্রমুখ।

বক্তরা চিকিৎসক ও চিকিৎসা প্রতিষ্ঠানের ওপর হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে মঙ্গলবার (২৩ মে) সারাদিন জেলার সব প্রাইভেট চিকিৎসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে বলেও ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, মে ২১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ