ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দশটি বিশেষ উদ্যোগের ‘ব্র্যান্ডিং’ সফলতা নিয়ে মতবিনিময়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, মে ২১, ২০১৭
দশটি বিশেষ উদ্যোগের ‘ব্র্যান্ডিং’ সফলতা নিয়ে মতবিনিময় মতবিনিময় সভার আলোচকরা

রাজশাহী: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের ‘ব্র্যান্ডিং’ এর সুফল ও সফলতা নিয়ে রাজশাহীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ মে) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে জেলা তথ্য অফিস।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সালাহউদ্দিন।

সভায় জেলার বিভিন্ন সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সব উপজেলার নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সুধি সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় একটি বাড়ি একটি খামার প্রকল্প, পরিবেশ সুরক্ষা, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশসহ বাস্তবায়িত ১০টি বিশেষ উদ্যোগের ব্র্যান্ডিংয়ের সুফল ও সফলতা সম্পর্কে অবহিত করা হয়।

সভায় বক্তব্য দেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. শামসুজ্জামান, সহকারী তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলী, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শাহীন আক্তার রেণী ও সহ সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা এবং রাজশাহীর স্থানীয় দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মে ২১, ২০১৭
এসএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।