ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৯ ঘণ্টা, মে ২১, ২০১৭
ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

ঝালকাঠি: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশি ও সিসি ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।

রোববার (২১ মে) সকাল ১১টায় পৌর শহরের ফায়ার সার্ভিস সড়কে বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি কিছু দূর যেতেই পুলিশ তাতে বাধা দেয়।

এ সময় বিএনপি নেতা-কর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়।

পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপূরের সভাপতিত্বে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, কৃষক দলের সভাপতি রুস্তুম আলী চাষী, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান হেলাল ও যুবদল নেতা রবিউল হোসেন তুহিন।

বিএনপির কার্যালয়ে তল্লাশি ও সিসি ক্যামেরা ভাঙচুরের তীব্র প্রতিবাদ জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, এ ধরনের ঘটনায় সরকারের ফ্যাসিবাদী চরিত্র ফুটে উঠেছে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, মে ২১, ২০১৭
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ