ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪২ ঘণ্টা, মে ২১, ২০১৭
নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন

বরিশাল: বনানীর রেইনট্রি হোটেলে ছাত্রী ধর্ষণসহ দেশব্যাপী অব্যাহত নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানবন্ধন করেছে সম্মিলিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি।

রোববার (২১ মে) বেলা ১১টায় নগরীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে এ কর্মসূচি আয়োজিত হয়।

মহিলা পরিষদের সভাপতি রাবেয়া খাতুন সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, ব্রজমোহন (বিএম) কলেজের ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহ শাজেদা প্রমুখ।

সভাপতির বক্তব্যে রাবেয়া খাতুন বলেন, দেশে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে। সুষ্ঠু বিচারের অভাবে এই হার উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, মে ২১, ২০১৭
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।