ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভাস্কর আব্দুল্লাহ খালিদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৪ ঘণ্টা, মে ২১, ২০১৭
ভাস্কর আব্দুল্লাহ খালিদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সৈয়দ আব্দুল্লাহ খালিদ

ঢাকা: ‘অপরাজেয় বাংলা’ ভাস্কর্যের স্থপতি সৈয়দ আব্দুল্লাহ খালিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২১ মে) দুপুরে এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।  

বিবৃতিতে প্রধানমন্ত্রী মরহুমের শোকাহত পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা জানিয়েছেন।

শনিবার (২০ মে) দিনগত রাত পৌনে ১২টায় রাজধানীর বারডেম হাসপাতালে মারা যান আব্দুল্লাহ খালিদ। তার বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন ধরে আব্দুল্লাহ খালিদ ডায়াবেটিস ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন।

বাংলাদেশে মুক্তিযুদ্ধের ভাস্কর্যের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে স্থাপিত ‘অপরাজেয় বাংলা’। ১৯৭৩ সালে এটির নির্মাণ কাজ শুরু হয়। তবে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর এর নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। পরে ১৯৭৯ সালে এর কাজ শেষ হয়।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, মে ২১, ২০১৭
এমইউএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।