ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে কারখানায় পানি পানে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৭ ঘণ্টা, মে ২১, ২০১৭
গাজীপুরে কারখানায় পানি পানে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর নয়াপাড়া এলাকায় ডেলটা গার্মেন্টে পানি পান করে কারখানার প্রায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।

রোববার (২১ মে) সকাল সাড়ে ৮টার পর এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোববারের মতো কারখানাটি ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

কারখানার শ্রমিক লিয়াকত আলী জানান, সকাল ৮টায় শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর পানি পান করেন। এরপর থেকে তারা অসুস্থ হতে থাকেন। এ পর্যন্ত প্রায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়েছেন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে।  

গাজীপুর শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, কারখানায় যোগ দেওয়ার পর পানি পান করে আনুমানিক অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের উদ্ধার করে হক মেডিকেয়ার সেন্টার, শরীর জেনারেল হাসপাতাল, কোনাবাড়ী ক্লিনিক ও কোনাবাড়ী পপুলার হাসপতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নেওয়া হয়েছে।  

এ ঘটনার পর রোববারের জন্য কারখানাটি ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।  

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, মে ২১, ২০১৭
আরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad