ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

রাজশাহীর পুরাতন কাপড়পট্টিতে আগুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪১ ঘণ্টা, মে ২১, ২০১৭
রাজশাহীর পুরাতন কাপড়পট্টিতে আগুন রাজশাহীর পুরাতন কাপড়পট্টিতে আগুন-ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীর গণকপাড়া এলাকার পুরাতন কাপড়পট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি।

রোববার (২১ মে) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা ফরহাদ হোসেন বাংলানিউজকে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে সকাল সাড়ে আটটার দিকে গণকপাড়ার পুরাতন কাপড়পট্টিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

রাজশাহীর পুরাতন কাপড়পট্টিতে আগুন-ছবি: বাংলানিউজখবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা প্রায় একঘণ্টা চেষ্টা চলিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি জানান, এর দুই পাশে মিষ্টান্ন ভাণ্ডার ও হোটেল ছিলো। এছাড়া কাপড়পট্টিতে আরও ১৫ থেকে ২০টি দোকান রয়েছে। কিন্তু তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর কারণে আগুন বেশিদূর ছড়াতে পারেনি।

এতে বড় ধরনের হতাহত ও ক্ষয়-ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি দোকানের প্রায় তিন লাখ টাকার মালামাল ক্ষয়-ক্ষতি হয়েছে বলেও জানান সদর ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, মে ২১, ২০১৭
এসএস/এএটি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।