ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খাগড়াছড়িতে হরতাল-অবরোধ চলছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২১ ঘণ্টা, মে ২১, ২০১৭
খাগড়াছড়িতে হরতাল-অবরোধ চলছে খাগড়াছড়িতে হরতাল-অবরোধ চলছে-ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: পাহাড়ে গুম, খুন, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে এবং অবৈধ অস্ত্র উদ্বারের দাবিতে খাগড়াছড়িতে দু’টি সংগঠনের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল ও সড়ক অবরোধ চলছে।

সংগঠন দু’টি হচ্ছে- পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা।

রোববার (২১ মে) সকালে হরতাল ও অবরোধের কারণে জেলার অভ্যন্তরীণ ও দুরপাল্লার সব যানবাহন বন্ধ রয়েছে।

সরেজমিনে দেখা যায়, এদিন কোনো দোকানপাট খোলেনি। হরতাল ও অবরোধের সমর্থনে জেলা সদরের কোথাও পিকেটিং করতে দেখা যায়নি।

তবে উপজেলাগুলোতে পিকেটিং হওয়ার খবর পাওয়া গেছে। অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় জেলাজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

এদিকে, সকাল ১০টায় একইস্থানে সংগঠন দু’টির ডাকা সমাবেশ প্রশাসনের নিষেধাজ্ঞায় বাতিল করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, মে ২১, ২০১৭
এএটি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।