ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে রোববার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, মে ২০, ২০১৭
সিলেটে রোববার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

সিলেট: পাঁচ দফা দাবিতে রোববার থেকে সিলেটে অনির্দিষ্টকাল ধর্মঘটের ডাক দিয়েছে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। এ কারণে রোববার (২২ মে) ভোর ৬টা থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

সিলেট সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আহমদ ফলিক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আমাদের দাবি আদায় না হলে ধর্মঘট অব্যাহত থাকবে। তবে রোগী বহনকারী গাড়ি, অ্যাম্বুলেন্স, বিদেশগামী যাত্রী বহনকারী গাড়ি, সরকারি জরুরি কাজে যানবাহন ধর্মঘটের আওতামুক্ত থাকবে।

পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, সিলেট জেলা শ্রমিক লীগ সভাপতির ট্রেড ইউনিয়নের নিবন্ধন বাতিল, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে মোটরসাইকেলে যাত্রী পরিবহন বন্ধ, সরকারি কর্মকর্তা হয়েও প্রকৌশলী এজাজুল হক এজাজ শ্রমিকলীগ নেতা, তার অপসারণ বাতিলের দাবি জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, মে ২১, ২০১৭
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।