ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নরসিংদীর আস্তানায় ৫-৬ ‘জঙ্গি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, মে ২০, ২০১৭
নরসিংদীর আস্তানায় ৫-৬ ‘জঙ্গি’

নরসিংদীর গাবতলী এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে ৫-৬ জন জঙ্গি থাকতে পারে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (ৠাব)।

র‌্যাব ১১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আলেক উদ্দিন জানান, বাড়িটি ঘিরে রাখা হয়েছে। ভেতরে ৫-৬ জন জঙ্গি থাকতে পারে।

ঢাকা থেকে টিম রওনা হয়েছে। তারা পৌঁছালে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে শনিবার (২০ মে) বিকেল ৪টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয় বলে বাংলানিউজকে নিশ্চিত করেন এএসপি আলেক উদ্দিন।

তিনি জানান, গাবতলী এলাকার ওই বাড়িটির একতলা নির্মিত হয়েছে। দ্বিতীয় তলার কাজ চলছে। বাড়ির মালিক সৌদি প্রবাসী মইনুদ্দিন। বাড়িটির ভেতরে লোকজন রয়েছেন।

নরসিংদীতে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, মে ২০ ,১০৭
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।