ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

‘ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং’ পরীক্ষা ব্যবস্থাপনায় সেমিনার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, মে ২০, ২০১৭
‘ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং’ পরীক্ষা ব্যবস্থাপনায় সেমিনার ‘ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং’ পরীক্ষার সুষ্ঠু ব্যবস্থাপনায় সেমিনার

ময়মনসিংহ: আসন্ন ‘ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং’ পরীক্ষার সুষ্ঠু ব্যবস্থাপনা ও কারিগরি শিক্ষা প্রসারের লক্ষ্যে ময়মনসিংহে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ মে) বেলা ১১টার ‍দিকে ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউটে এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান।

বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সুশীল কুমার পালের সভাপতিত্বে সেমিনারে মুখ্য আলোচক ছিলেন ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আব্দুল হালিম।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা কল্যাণ সমিতির সভাপতি নাজমুল ইসলাম।

সভায় স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মে ২০, ২০১৭
এসআরএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।